হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রেনের ৩৫০ টাকার টিকিট অনলাইনে কাটা যাচ্ছে ২০ টাকায়! 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামালপুরের তারাকান্দি থেকে ঢাকার স্নিগ্ধা টিকিটের মূল্য ৩৫০ টাকা। সেই টিকিট অনলাইনে এক যাত্রী কেটেছেন মাত্র ২০ টাকায়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় মো. ইমরান হোসাইন সোহান নামে এক যাত্রী টিকিটটি কাটেন। 

ইমরান হোসাইন পেশায় একজন ব্যবসায়ী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩১ তারিখ সন্ধ্যা ৭টার দিকের জামালপুর এক্সপ্রেস ট্রেনের তারাকান্দি থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটি। স্নিগ্ধা টিকিটের মূল্য ৩৫০ টাকা হলেও আমার থেকে কেটেছে মাত্র ২০ টাকা। আমার টিকিটের সিট নম্বর পড়েছে খ-৩০। 

টিকিটটির এসএসই নম্বর-০০০০১৩৬৬। টিকিটটি ফেসবুকে শেয়ার করার পর তা ভাইরালও হয়ে গেছে। সেখানে বিভিন্ন ধরনের সমালোচনা করতে দেখা গেছে। 

সাকিব নামে একজন লিখেছেন, এ জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করার পরও রেলের উন্নয়ন হয় না। বরং লোকসান হয়। 

জানা গেছে, অনলাইনে সহজ লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে যাত্রীরা একের পর এক অভিযোগ করছেন। আজ মঙ্গলবার সকাল থেকে সার্ভার ডাউন থাকায় টিকিট কাটতে পারেননি যাত্রীরা। এমনকি স্টেশনেও টিকিট দেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অডিট ও আইসিটি) প্রণব কুমার ঘোষের সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন, পরে কথা বলতে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের