হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতা অপহরণ, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জহির উদ্দিন মিন্টু । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপহৃত যুবলীগের সাবেক এক নেতাকে উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা স্লুইসগেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার জহির উদ্দিন মিন্টু (৪৮) উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। সাতকানিয়ার ডলু নদ থেকে বালু উত্তোলনের ব্যবসা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় সেনাবাহিনী জাহেদ নামে একজনকে আটক করলেও সম্পৃক্ততা না থাকায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বইক্যারপাড়া এলাকা থেকে জহির ও তাঁর ছোট ভাইকে অপহরণ করে দুর্বৃত্তরা। মোবাইলে বালু উত্তোলনের কাজ দেওয়ার কথা বলে তাঁদের ডেকে নিয়ে জিম্মি করে দুর্বৃত্তরা।

পরে ১৫ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে তাঁর ছোট ভাইকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী জহির উদ্দিন মিন্টু বলেন, ‘বেশ কয়েক দিন আগে থেকে আমাকে কল করে জায়গা ভরাটের কথা বলে আসছিল একজন। বুধবার আমি জায়গাটি দেখতে গেলে সশস্ত্র কয়েকজন আমাকে ঘিরে মারধর করে এবং চোখ বেঁধে ফেলে। এ সময় আমার ভাই পালিয়ে যান। তারা প্রথমে কিছু দূরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কারেন্টের শক দেয়। এরপর আমার মোবাইল থেকে আমার স্ত্রীর কাছে প্রথমে ৩০ লাখ, এরপর ২০ এবং সর্বশেষ ১৫ লাখ টাকা দাবি করে।’

তিনি আরও বলেন, ‘টাকা দিতে দেরি হওয়ায় তারা আমাকে বলে গুলি করে মেরে ফেলবে। এ সময় কয়েক রাউন্ড গুলি আমার হাতে দিয়ে বলে এগুলো তোকে ভরে দেব। একপর্যায়ে তারা আমাকে ফেলে চলে যায়।

‘আজানের আওয়াজ পেলে আমি আস্তে আস্তে হাত ও চোখের বাঁধন খুলে ফেলি। দূর থেকে দেখা একটি ব্রিক ফিল্ড টার্গেট করে সড়কে যাই। ততক্ষণে একটি মসজিদ থেকে মুসল্লিরা বের হয়। আমি তাদের সহায়তা একটি অটোরিকশা ঠিক করে সাতকানিয়ার উদ্দেশে রওনা দিই।

‘কাঞ্চনা ফুলতলা এলাকায় পৌঁছালে সেনাবাহিনী গাড়ি দেখে আমি তাদের কাছে গিয়ে ঘটনা খুলে বলি। তখন গাড়িতে জাহিদ নামে একজন আটক ছিলেন। সেনাবাহিনী লোকেরা আমাকে তাকে চিনি কি না জিজ্ঞেস করেন। আমি না উত্তর দিলে তাকে সম্ভবত ছেড়ে দেয়।

পরবর্তীকালে জানতে পারি তিনিই আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তিনি এলাকায় এ রকম আরও ঘটনায় জড়িত।’

মামলা করবেন কি না জানতে চাইলে ভুক্তভোগী বলেন, ‘আমি ট্রমায় আছি। তাদের বিরুদ্ধে মামলা করতে ভয় হচ্ছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, অপহরণের খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান শুরু করে। টানা অভিযান চালিয়ে ফুলতলা স্লুইসগেট থেকে আরও অন্তত তিন কিলোমিটার ভেতরে পাহাড়ি জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে অপহরণকারীরা তাঁকে ফেলে চলে যায়।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা