হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ৩৭ বছর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

ভুয়া কাগজপত্র দিয়ে লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক থেকে ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক কর্মকর্তা নূর মোহাম্মদ বাশারকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৬ কোটি ১৬ লাখ টাকার অর্থদণ্ড করা হয়। আজ বৃহস্পতিবার নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাশার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের সুজা মিয়ার ছেলে। 

দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদ বাশার ইসলামী ব্যাংক লক্ষ্মীপুরের রায়পুর শাখায় এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মকাল ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাল, ভুয়া, তঞ্চক কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যাংকে জমা দেন। পরে ভুয়া গ্রাহকদের নামে ক্ষুদ্র বিনিয়োগ দেখিয়ে ব্যাংকের ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাৎ করেন বাশার। 

এ ঘটনায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালী দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তৎকালীন দুদকের উপ-সহকারী পরিচালক আরিফ আহম্মেদ। 

আজ (বৃহস্পতিবার) মামলাটি শুনানি শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক এ এন এম মোরশেদ খান। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত আসামি নূর মোহাম্মদ বাশারকে বিভিন্ন ধারায় সর্বমোট ৩৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৬ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত