হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত ৪টার দিকে টেকনাফ সদরের রিজভী খালে এ ঘটনা ঘটে। এ সময় ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার হয়ে একটি ইয়াবার বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের একটি বিশেষ দল নৌকায় করে বিভক্ত হয়ে কৌশলে কেওড়া বাগানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে ৩ জন আরোহী নিয়ে একটি নৌকা মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এমন সময় বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে চোরাকারবারিরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

ফয়সল হাসান খান আরও বলেন, গোলাগুলির সময় এক মাদককারবারী গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। একই সঙ্গে অপর দুজন লাফ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। 

সরকারি কাজে বাধা দেওয়া ও মাদক পাচারের দায়ে অজ্ঞাত দোষীদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ