হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণে সাবেক ইউপি সদস্য

প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সাবেক এক ইউপি সদস্য মো. জহুরের নেতৃত্বে অবৈধ বালুর ব্যবসার অভিযোগ উঠেছে। এ ব্যবসায় তিনি ছাড়াও স্থানীয় লিটন, মঞ্জু, চুরুনসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন। এ সিন্ডিকেটটি দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাংলাবাজার সংলগ্ন হারুয়ালছড়ি খালের প্রায় এক কিলোমিটার অংশে চার থেকে পাঁচটি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

খবর নিয়ে জানা গেছে, সন্ধ্যা নামতেই একেকদিন একেক স্থান থেকে বালু উত্তোলন করা হয়ে থাকে। ফার্নিচার ব্যবসার আড়ালে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম পরিচালনা করে থাকেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জহুর।

জানতে চাইলে অভিযুক্ত মো. জহুর বলেন, ‘আমি লোকজন দিয়ে মাঝে মধ্যে বালু উত্তোলন করে থাকি ঠিক। তবে কোন সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন