হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশ থেকে ওমিক্রন শনাক্তের কিট এনেছে সিভাসু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্বে ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও এরই মধ্যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে দ্রুত ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বুঝা যাবে।

সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকাকে জানান, বিদেশ থেকে ১০০টির মতো কিট এরই মধ্যে আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি-না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কি-না, তা বুঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।

গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-একদিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বলা হয়েছে, বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে যাতে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দেয়। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবো।’

তবে ওমিক্রণ নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে সিভাসু উপাচার্য বলেন, ‘এখন পর্যন্ত ওমিক্রণ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।’

সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট করোনাভাইরাস নিয়ে বেশ কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামে ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালিয়েছেন তাঁরা।

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঢেউ সামলাতে চট্টগ্রামে জোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চিকিৎসক-নার্সদের তৈরি রাখার পাশাপাশি চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে জোরদার করা হয়েছে স্ক্রিনিং। 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করা হচ্ছে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে