হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণ, চালক–হেলপার কারাগারে 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী চলন্ত বাসে গৃহবধূকে (১৯) ধর্ষণ মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার তাঁদের চট্টগ্রামের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক মো. আজাদ খান প্রকাশ রানা (২০)। তিনি পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন চালকের সহকারী (হেলপার) সাহেদুল ইসলাম মিজান (১৯)। তিনি আনোয়ারার সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা।

কর্ণফুলী শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

এর আগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে পটিয়ার মনসা বাদামতল গ্রাম থেকে বাসে করে চট্টগ্রাম শহরে স্বামীর বাসার যাওয়ার পথে কর্ণফুলী সেতুতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা অন্য যাত্রীরা মইজ্জ্যারটে এলাকায় নেমে গেলে বাসটিতে একা হয়ে যান ওই নারী। চলন্ত বাসটি সেতুর টোল প্লাজা পার হতেই মুখ চেপে ধরে জোরপূর্বক বাসের পেছনের সিটে নিয়ে মারধর ও চালক-হেলপার পাল্লাক্রমে ধর্ষণ করেন। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়া শান্তিরহাট বাজারে এসে ভুক্তভোগীকে রাস্তায় নেমে দিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪