চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কা লেগে শিমুল শীল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তরপাড়ার ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মৃত পরিমল শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণহাট এলাকায় মোটরসাইকেল আরোহী শিমুল একটি ট্রাককে ওভারটেক করার সময় এর সঙ্গ ধাক্কা লেগে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে দুর্ঘটনা এড়ানোর চেষ্টাকালে ট্রাকটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অনুপম দাশ বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার হয়ে শিমুল শীল নামে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করেছি।’