হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আশা ছিল আমার কলিজাকে লাল শাড়িতে বউ সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাব’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বিয়ের ধার্য তারিখ ২০ ডিসেম্বর। কমিউনিটি সেন্টার ঠিক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটার কাজ। এর মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ইশরাত জাহান তামান্না (২০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদানবিবির হাটের জাহানাবাদ এলাকার বাসিন্দা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ইশরাত জাহান তামান্না ওই এলাকার দিদারুল আলমের মেয়ে। তিনি বলেন, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন তামান্না। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

দিদারুল আলম কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘ডিসেম্বরের ২০ তারিখ মেয়ের বিয়ে। বিয়ের জন্য ক্লাব ভাড়া করার পাশাপাশি আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়ার কাজ শুরু করেছি। মেয়ের জন্য গয়না বানানোসহ প্রয়োজনীয় কেনাকাটা সারা হয়েছে। আশা ছিল, আমার কলিজাকে লাল শাড়িতে বউ সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাব। কিন্তু সেই সুযোগ আর হলো না। মা আমার লাল শাড়ির পরিবর্তে কাফনের কাপড় জড়িয়ে চিরতরে বিদায় নিচ্ছে আমার কাছ থেকে।’

স্থানীয়রা জানান, তামান্নার মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ