হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে ছাত্রলীগের সাবেক নেতা জুম্মান সোলতান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি সফিক ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সফিকুল আমলসহ ৫৩ জনের নামে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ভোররাতে রায়পুর শহরে অভিযান চালিয়ে বিএনপি কর্মী সোহেল হোসেন ও ইব্রাহিম খলিল নামে দুজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট হাসিবুর রহমান অভিযোগ করে জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান ও হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে জুম্মান সুলতান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। 

উল্লেখ্য, গতকাল রায়পুর উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর শহরের দিকে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার জের ধরে হল রোড ও বাসস্টেশন এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়