হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে কুপিয়ে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালীর ২০ নম্বর বর্ধিত ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবক মো. আসাদ উল্লাহ একই ক্যাম্পের এস-২ /বি-৫ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, রোববার রাতে আসাদ উল্লাহকে ১৪-১৫ জনের একদল মুখোশ পরা সন্ত্রাসী তাঁদের ব্লকে গুলি ও কুপিয়ে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই হত্যাকারীরা পালিয়ে যায়।
 
ওসি বলেন, ‘কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য