হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে চুক্তির শর্ত ভঙ্গ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে চুক্তির শর্ত ভঙ্গ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ঠিকাদারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম কাজ পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

চসিক সূত্র জানায়, গত ৬ মার্চ চসিকের মালিকানাধীন বিভিন্ন হাট-বাজারের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়। চকবাজার কাঁচাবাজারের জন্য স্থানীয় কাউন্সিলরের অনুসারী জাহাঙ্গীর আলম ৪৩ লাখ ৫০ হাজার টাকা বায়না করে ১ কোটি ৪৫ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা বিবেচিত হন। চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার ইস্যু করা ডিমান্ড নোট অনুযায়ী ৪ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এ ক্ষেত্রে শর্ত দেওয়া হয়, ওই তারিখের মধ্যে ইজারাদার টাকা পরিশোধে ব্যর্থ হলে দরপত্রের সঙ্গে দাখিল করা পে-অর্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। কিন্তু গত ৪ এপ্রিল ইজারাদার সম্পূর্ণ টাকা পরিশোধ না করে ৮৭ লাখ ৪৫ হাজার টাকা দেন। ডিমান্ড নোটে দাবি করা সম্পূর্ণ টাকার পে-অর্ডার ছাড়া টাকা গ্রহণের নিয়ম না থাকলেও করপোরেশন তা রিসিভ করে এবং ইজারা বাতিলের নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা করা হয়নি।

অতীতে কখনো চকবাজার কাঁচাবাজারে দরপত্রের ক্ষেত্রে টাকা বকেয়া ছিল না। সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলমের নামে মূলত বাজার ইজারা নিয়েছেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। কাউন্সিলর নুর মোস্তফা টিনু ও সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামের যোগসাজশে আইন ও নিয়মবহির্ভূতভাবে এই কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

কাজ পাওয়া ঠিকাদার জাহাঙ্গীর আলম সম্পূর্ণ টাকা জমা না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কাজ পেতে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি চসিকে কথা বলার পরামর্শ দেন।

জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি ইজারা পেয়েছেন তিনি আমার ভাগনে। চসিক থেকে বৈধভাবে ইজারা পেয়েছেন। তাঁকে সহযোগিতা করা আমার দায়িত্ব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক নিউজ হয়েছে। সৎ বলে কিছু হয়নি। র‍্যাবের গুলি থেকে ফিরে আসা মানুষ।’

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শর্ত থাকলেও সম্পূর্ণ টাকা না দেওয়ার বিষয়টি ঠিক। ইজারা পাওয়া ওই ঠিকাদার বকেয়া টাকা দিয়ে দেবেন বলেছেন। তাঁর সঙ্গে মেয়রের কথা হয়েছে।

এ বিষয়ে চসিকের মেয়র রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও সাড়া মেলেনি। পরে এসএমএস পাঠালেও সাড়া দেননি তিনি।

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪