হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক আনোয়ার ইসলাম ওই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। 

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, কয়েক দিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার দিবাগত রাতেও ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা মাটি সরিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি। 

এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন মানুষকে ঝুঁকিপূর্ণ থেকে সরে নিরাপদ আশ্রয় যেতে প্রচারণা অব্যাহত রেখেছে। 

এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুদিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ