হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন কমিশনে কাগজ সরবরাহ শুরু কর্ণফুলী পেপার মিলসের

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো সময় তফসিল ঘোষণা হতে পারে। এরই অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড থেকে ব্যালট পেপার ছাপাতে ১ হাজার ৬০০ মেট্রিক টন কাগজ নেবে ইসি। ইতিমধ্যে কেপিএম কয়েক ধাপে কাগজ সরবরাহ করেছে। 

ইসি থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। এ কারণে কেপিএম থেকে জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপাতে ১ হাজার ৬০০ টন কাগজ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। 

আজ মঙ্গলবার কেপিএম কর্তৃপক্ষ জানায়, গত অক্টোবর মাস থেকে ধাপে ধাপে বেশ কয়েক ট্রাক কাগজ নির্বাচন কমিশন অফিসে সরবরাহ করা হয়েছে। আজ মঙ্গলবার আরও সাত ট্রাকে কাগজ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কর্ণফুলী পেপার মিলস থেকে সাদা, লাল ও সবুজ রঙের মোট ১ হাজার ৬০০ টন কাগজের চাহিদা দিয়েছে। এসব কাগজের মূল্য প্রায় ২০ কোটি টাকা। তাই নির্বাচন কমিশনকে যথাসময়ে কাগজ সরবরাহ করার জন্য কেপিএম কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া কাগজ উৎপাদনের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। 

কেপিএম জানায়, এই কারখানা দীর্ঘ ৭৫ বছরের পুরোনো হওয়া সত্ত্বেও আজও গুণগত মান অক্ষুণ্ন রেখে ভালো মানের কাগজ উৎপাদন করায় নির্বাচন কমিশন কেপিএম থেকে কাগজ সংগ্রহ করছে। তবে নির্বাচন কমিশনকে ধাপে ধাপে এসব ব্যালটের কাগজ সরবরাহ করবে কেপিএম কর্তৃপক্ষ। বিশেষ করে তফসিল ঘোষণা হওয়ার পর শিডিউল অনুযায়ী যাঁরা প্রার্থী হবেন এবং প্রার্থীরা কে, কোন প্রতীক বরাদ্দ পাবেন তাঁর ওপর নির্ভর করে ব্যালট পেপার ছাপানো হবে। কাজেই তফসিল ঘোষণার পর থেকেই পুরোদমে নির্বাচন কমিশনকে কাগজ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। 

কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আর মাহমুদ বলেন, ‘নানাবিধ প্রতিকূলতা থাকা সত্ত্বেও সর্বস্তরের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা নির্বাচন কমিশনকে চাহিদা অনুযায়ী কাগজ নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে সব কাগজ সরবরাহ করা সম্ভব হবে।’ 

এদিকে কেপিএম-সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কর্ণফুলী পেপার মিল থেকে ১ হাজার ৬০০ টন কাগজের চাহিদা দেওয়ায় কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে আনন্দ ফিরে এসেছে। এইভাবে যদি কেপিএম থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কাগজ কেনে তাহলে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়াবে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ