হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাইক্রোবাস থেকে লাশ টেনে বের করেন ট্রেনের যাত্রী রবিন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

‘জীবনে এ রকম দুর্ঘটনা কখনো দেখি নাই। নিজেকে স্বাভাবিক রাখতে কষ্ট হয়েছে। দুচোখের পানি ধরে রাখতে পারি নাই। ট্রেনের এত যাত্রী, সবাই যার যার মতো চলে যাচ্ছে। আমি আরও কিছু যাত্রীসহ একে একে চারটি লাশ বের করে নিয়ে আসি। ততক্ষণে স্থানীয়রা দৌড়ে এগিয়ে আসে।’ এ কথাগুলো ট্রেন ও মাইক্রোবাস দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, ট্রেনের যাত্রী মাহিদুল ইসলাম রবিনের (৩০)। 

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাসের ১১ জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। এ দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ট্রেনের যাত্রীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি জানান ভয়াবহ সেই দুর্ঘটনার কথা। 

চট্টগ্রামের আখাউড়া রেলস্টেশন থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ট্রেনে ওঠেন মাহিদুল ইসলাম রবিন। রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর প্রভাতী ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেন নম্বর ৭০৪। মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় যখন পৌঁছায়, তখন সময় ১টা ৪৫ মিনিট। ট্রেনের জানালা দিয়ে দেখি রেললাইনের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস রেললাইন পার হওয়ার জন্য লাইনের মাঝখানে চলে আসে। সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি ট্রেনের মুখোমুখি এলে দুমড়ে-মুচড়ে প্রায় আধা কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়।’ 

রবিন আরও বলেন, ‘যখন আধা কিলোমিটার পরে ট্রেনটি দাঁড়ায়। তখন ট্রেনের সব যাত্রী নেমে দেখি ট্রেনের সামনে আটকে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসের সব যাত্রীর ক্ষতবিক্ষত নিথর মৃতদেহ। একজন গুরুতর আহত।’

মর্মান্তিক এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রবিন ব্যক্তিগত অনুভূতি জড়িয়ে বলেন, ‘জীবনে এ রকম দুর্ঘটনা কখনো দেখে নাই। নিজেকে স্বাভাবিক রাখতে কষ্ট হয়েছে। দুচোখের পানি ধরে রাখতে পারি নাই। ট্রেনের এত যাত্রী, সবাই যার যার মতো চলে যাচ্ছে। আমি আরও কিছু যাত্রীসহ একে একে চারটি লাশ বের করে নিয়ে আসি। ততক্ষণে স্থানীয়রা দৌড়ে এগিয়ে আসেন। তারা লাশগুলো উদ্ধার করেন। আহত একজনকে হাসপাতালে নিয়ে যান।’ 

মাহিদুল ইসলাম রবিন বলেন, ‘মাইক্রোবাসটিতে ১২ জন যাত্রী ছিল ১১ জন নিহত হন ঘটনাস্থলে। পুলিশ ফায়ার সার্ভিসের লোকজন এসে ১১ জনের লাশ উদ্ধার করেন। এ সময় গেটম্যান ছিল না। লাইনম্যান ছিল না। থাকলে হয়তো এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত