হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে নৌকার ভরাডুবি, বেশির ভাগ ইউনিয়নেই জয়ী স্বতন্ত্ররা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা। 

রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন। 

নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা। 

জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’ 

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে। 

উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।   

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের