হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে নৌকার ভরাডুবি, বেশির ভাগ ইউনিয়নেই জয়ী স্বতন্ত্ররা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা। 

রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন। 

নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা। 

জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’ 

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে। 

উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।   

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার