হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিনিধি, দেবিদ্বারে (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সোহাগ কাজী (২৫) নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১-এর সিপিসি-২)। শনিবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। অভিযুক্ত সোহাগ কাজী ওই এলাকার মো. কাজী মফিজের ছেলে।

জানা গেছে, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে প্রতিবেশীর একটি পুরোনো বিল্ডিংয়ের ছাদে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে কাজী সোহাগ। একপর্যায়ে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। পরে ১১ জুলাই ভুক্তভোগী ওই নারী একটি ছেলেসন্তান প্রসব করেন। বিভিন্ন ভয়ভীতির কারণে ভুক্তভোগী ওই নারীর পরিবার এত দিন থানায় কোনো অভিযোগ জানাননি। পরে ভুক্তভোগী ওই নারীর পরিবার র‌্যাব-১১, সিপিসি-২ এর কাছে শনিবার একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব মো. সোহাগকে তাঁর বাড়ি থেকে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন।

এদিকে ভুক্তভোগী ওই নারী ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী ওই নারীর পরিবারকে থানায় অভিযোগ করতে দেননি বলে জানান ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীর পরিবার।  

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটক আসামির বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষণের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে