হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক দিনে ১৯ করোনা রোগীর মরদেহ কর্ণফুলীর গাউছিয়া কমিটির কাঁধে

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন-কাফন ও সৎকারের কাজ করে আসছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম ও মানবিক টিম নামের এ সংগঠনটি। এ কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে সংগঠনটির সদস্যদের।

করোনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের স্বজনেরা যখন মরদেহের পাশে আসেননি, তখন এই স্বেচ্ছাসেবীরা দাফন-কাফন ও সৎকারের কাজে এগিয়ে এসেছেন। কোথাও দাফন-কাফন বা সৎকারের প্রয়োজন হলে ছুটে গেছেন তাঁরা। তবে এবার এক দিনে ২৪টি মরদেহ দাফন ও সৎকার করে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাঁরা।

গত রোববার (১ আগস্ট) রাত ১২টা থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারীর মরদেহ দাফন ও সৎকার করেন তাঁরা। মৃত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সোলাইমান চৌধুরী (৭২), বোয়ালখালীর মো. হাসি মিয়া (৮০), ফরিদ আহমদ চৌধুরী (৫৫), বেগম শামসুন্নার (৫৬), শিরু আকতার (৩৮), ফটিকছড়ি শাহ্ নগরের মোহাম্মদ আলী (৭১), বাদামতলী চান্দগাঁওয়ের মিনহাজ ভোলা (২৫), নোয়াখালীর বেগমগঞ্জের হাজী আব্দুল খালেক (৯২), হাটহাজারী উত্তর মার্দাশার মো. গোলাম রসুল (৬৩), আনোয়ারার শোলকাটার মো. আবুল বশর খান (৭৫), চান্দগাঁও হাজী জহুরা বেগম (৭৫), উত্তর কাট্টলী আকবর শাহর ছেনোয়ারা বেগম (৬৪), সাতকানিয়ার সকিনা খাতুন (৭২), ফটিকছড়ির রহিমা বেগম (৬০), বাঁশখালীর মোসাম্মৎ বেগমজান (৮০), কুষ্টিয়ার হেলেনা পারভীন (৪৬), ভাটিয়ালির মরিয়ম খাতুন (৬০), রাঙ্গুনিয়ার জাহানারা বেগম (৬৫), লোহাগাড়ার মোজাহার খাতুন (৭৫)। বিভিন্ন হাসপাতাল ও বাসা থেকে করোনা-উপসর্গসহ মারা যাওয়া ব্যক্তির স্বজনদের অনুরোধে দাফন ও সৎকারকাজ করেন তাঁরা। আর নারী মরদেহের গোসল ও কাফনে সহযোগিতা করে চান্দগাঁও নারী টিম।

গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম ও মানবিক টিমের সমন্বয়ক মো. ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকে আমাদের এ সংগঠন। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই মাস্ক, স্যানিটাইজার বিতরণসহ সচেতনতামূলক কাজসহ সদস্যদের নিয়ে দাফন-কাফন ও সৎকারের কাজ করে আসছে। ২৪ ঘণ্টায় এত মরদেহ দাফন জীবনের নতুন অভিজ্ঞতা জন্মেছে। এটা আমাদের জন্য রেকর্ড। কম সময়ে এত মানুষের দাফন এর আগে করিনি।’

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত