হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক দিনে ১৯ করোনা রোগীর মরদেহ কর্ণফুলীর গাউছিয়া কমিটির কাঁধে

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন-কাফন ও সৎকারের কাজ করে আসছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম ও মানবিক টিম নামের এ সংগঠনটি। এ কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে সংগঠনটির সদস্যদের।

করোনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের স্বজনেরা যখন মরদেহের পাশে আসেননি, তখন এই স্বেচ্ছাসেবীরা দাফন-কাফন ও সৎকারের কাজে এগিয়ে এসেছেন। কোথাও দাফন-কাফন বা সৎকারের প্রয়োজন হলে ছুটে গেছেন তাঁরা। তবে এবার এক দিনে ২৪টি মরদেহ দাফন ও সৎকার করে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাঁরা।

গত রোববার (১ আগস্ট) রাত ১২টা থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারীর মরদেহ দাফন ও সৎকার করেন তাঁরা। মৃত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সোলাইমান চৌধুরী (৭২), বোয়ালখালীর মো. হাসি মিয়া (৮০), ফরিদ আহমদ চৌধুরী (৫৫), বেগম শামসুন্নার (৫৬), শিরু আকতার (৩৮), ফটিকছড়ি শাহ্ নগরের মোহাম্মদ আলী (৭১), বাদামতলী চান্দগাঁওয়ের মিনহাজ ভোলা (২৫), নোয়াখালীর বেগমগঞ্জের হাজী আব্দুল খালেক (৯২), হাটহাজারী উত্তর মার্দাশার মো. গোলাম রসুল (৬৩), আনোয়ারার শোলকাটার মো. আবুল বশর খান (৭৫), চান্দগাঁও হাজী জহুরা বেগম (৭৫), উত্তর কাট্টলী আকবর শাহর ছেনোয়ারা বেগম (৬৪), সাতকানিয়ার সকিনা খাতুন (৭২), ফটিকছড়ির রহিমা বেগম (৬০), বাঁশখালীর মোসাম্মৎ বেগমজান (৮০), কুষ্টিয়ার হেলেনা পারভীন (৪৬), ভাটিয়ালির মরিয়ম খাতুন (৬০), রাঙ্গুনিয়ার জাহানারা বেগম (৬৫), লোহাগাড়ার মোজাহার খাতুন (৭৫)। বিভিন্ন হাসপাতাল ও বাসা থেকে করোনা-উপসর্গসহ মারা যাওয়া ব্যক্তির স্বজনদের অনুরোধে দাফন ও সৎকারকাজ করেন তাঁরা। আর নারী মরদেহের গোসল ও কাফনে সহযোগিতা করে চান্দগাঁও নারী টিম।

গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম ও মানবিক টিমের সমন্বয়ক মো. ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকে আমাদের এ সংগঠন। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই মাস্ক, স্যানিটাইজার বিতরণসহ সচেতনতামূলক কাজসহ সদস্যদের নিয়ে দাফন-কাফন ও সৎকারের কাজ করে আসছে। ২৪ ঘণ্টায় এত মরদেহ দাফন জীবনের নতুন অভিজ্ঞতা জন্মেছে। এটা আমাদের জন্য রেকর্ড। কম সময়ে এত মানুষের দাফন এর আগে করিনি।’

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের