ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে পটিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম (৫৫) ও তাঁর ছেলে ওয়াসি (২৪)।
জানা যায়, ইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নিজের নাম না থাকায় অনুষ্ঠানস্থলে গিয়ে গালিগালাজ করে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া চেয়ারম্যান বি এম জসিম। আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহের সঙ্গে এ নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে চেয়ারম্যান বি এম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে মারতে মারতে টেনে-হিঁচড়ে কমিউনিটি সেন্টারের বাইরে বের করে আনেন। তাঁকে মেরে রক্তাক্ত করা হয়। এরপর সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আহত জিতেন কান্তির ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে মারধরের ঘটনায় দুইজনকে আজ ভোরে গ্রেপ্তার করা করা হয়েছে।