হোম > সারা দেশ > চট্টগ্রাম

আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘরে নতুন অতিথি, দেখতে গেলেন ইউএনও

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘরের বাসিন্দা ফাতেমা বেগমের পরিবারে এসেছে নতুন অতিথি। ১৯ জুলাই ফাতেমা একটি পুত্রসন্তানের জন্ম দেন। একদিকে প্রধানমন্ত্রীর উপহার, অন্যদিকে নতুন ঘরে নতুন অতিথি পেয়ে ফাতেমা ও তাঁর স্বামী মো. সাজ্জাদুর রহমান মহা খুশি।

নতুন ঘরে নতুন অতিথির আগমনের খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে পুঁটিবিলা তাঁতিপাড়া নতুন আশ্রয়ণ প্রকল্পে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ও লোহাগাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার। ইউএনও নবজাতকের জন্য পোশাক ও মিষ্টান্ন উপহার দেন।

ফাতেমা বেগম ও সাজ্জাদুর রহমান পরিবার সহায় সম্বলহীন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কাজির পুকুরপাড় এলাকায় জন্মস্থান হলেও কোনো ভিটেবাড়ি নেই। দুই মাস আগে পুঁটিবিলা ইউনিয়নের তাঁতিপাড়া নতুন আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছেন তাঁরা। আশ্রয়ণ প্রকল্পে এসে তাঁদের সন্তানকে দেখতে আসায় ইউএনও ও পিআইওকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাতেমা দম্পতি।

ইউএনও মো. আহসান হাবিব জিতু বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে মহা খুশি বাসিন্দারা। নতুন ঘরে সুন্দরভাবে জীবন শুরু করেছেন তাঁরা। উপজেলার পুঁটিবিলা তাঁতিপাড়া এলাকায় নতুন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ফাতেমা বেগমের ঘরে নতুন অতিথি এসেছে। নতুন অতিথির আগমনের খবর পেয়ে একনজর দেখার জন্য আশ্রয়ণ প্রকল্পে ছুটে গেছি।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল