হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় তিন যুবলীগ নেতাকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।

মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।

জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন। 

এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০)  উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে