হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে হামলার শিকার কিশোর, প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে মুদিদোকানে তেল কিনতে গিয়ে দোকানির মারধরের শিকার হয়েছে এক কিশোর। এরপর ক্রেতার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বোনকে ঘর থেকে তুলে নিয়ে মারধরও করেন হামলাকারীরা।

৯ জুন রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের মারধরে গুরুতর আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭)।

পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে উদ্ধার করে। আহত দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গতকাল বুধবার (১১ জুন) রাতে আহত দুজনের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একই এলাকার মুদিদোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদুকে (৫৬) আসামি করে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে।

মামলার এজাহার সূত্র ও আহতরা জানায়, শিকলবাহার মালুম বাড়ির সামনে অভিযুক্ত খোরশেদের মুদিদোকান থেকে ওই কিশোর সয়াবিন তেল কিনতে যায়। তেলের মধ্যে ময়লা থাকায় প্রতিবাদ করে সে। এ সময় দোকানি ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। এরপরই দোকানি খোরশেদ লোকজন নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালান এবং ঘর থেকে তার বড় বোনকে তুলে নিয়ে মারধর করেন।

মামলার বাদী অভিযোগ করেন, ‘আমি আহত মেয়েকে নিয়ে হাসপাতালে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। থানায় মামলা করায় মুদিদোকানি লোকজন নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে আমার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪