হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে হামলার শিকার কিশোর, প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে মুদিদোকানে তেল কিনতে গিয়ে দোকানির মারধরের শিকার হয়েছে এক কিশোর। এরপর ক্রেতার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বোনকে ঘর থেকে তুলে নিয়ে মারধরও করেন হামলাকারীরা।

৯ জুন রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের মারধরে গুরুতর আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭)।

পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে উদ্ধার করে। আহত দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গতকাল বুধবার (১১ জুন) রাতে আহত দুজনের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একই এলাকার মুদিদোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদুকে (৫৬) আসামি করে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে।

মামলার এজাহার সূত্র ও আহতরা জানায়, শিকলবাহার মালুম বাড়ির সামনে অভিযুক্ত খোরশেদের মুদিদোকান থেকে ওই কিশোর সয়াবিন তেল কিনতে যায়। তেলের মধ্যে ময়লা থাকায় প্রতিবাদ করে সে। এ সময় দোকানি ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। এরপরই দোকানি খোরশেদ লোকজন নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালান এবং ঘর থেকে তার বড় বোনকে তুলে নিয়ে মারধর করেন।

মামলার বাদী অভিযোগ করেন, ‘আমি আহত মেয়েকে নিয়ে হাসপাতালে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। থানায় মামলা করায় মুদিদোকানি লোকজন নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে আমার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা