হোম > সারা দেশ > চট্টগ্রাম

পৌর নির্বাচনের দুই দিনেও ফল না জানার দাবি ৩ প্রার্থীর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ২ দিন পেরিয়ে গেলেও ভোটের ফলাফল জানতে পারেননি বলে অভিযোগ করেছেন ৩ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তাঁরা। 
 
লিখিত আবেদন করেছেন ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম। 
 
আবেদনকারী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ দেরি করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি। 
 
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও সুরাহা পায়নি। ফলাফল জানতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। 
 
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাঁদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’ 
 
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলামকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে