হোম > সারা দেশ > ফেনী

গুলি করে হত্যার ১৭ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মোহাম্মদ মেজবাহ উদ্দিনের (৪৭) মরদেহ ১৭ দিন পর ফেরত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিলোনিয়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেজবাহের মরদেহ ফেরত দেয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

কৃষক মেজবাহ পরশুরাম পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, গত ১৩ নভেম্বর উপজেলার বাঁশপদুয়া গ্রামে সীমান্তবর্তী এলাকায় ধান কাটতে গেলে বিএসএফ মেজবাহকে ধরে নিয়ে যায়। তিন দিন পর স্থানীয়রা মেজবাহর মরদেহ ভারতীয় সীমান্তে কাঁটাতারের ভেতরে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন। ১৬ নভেম্বর রাতে মেজবাহর মরদেহ নিয়ে যায় বিএসএফ। 

পরশুরামের মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ভারতীয় পুলিশ ও বিএসএফের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, ভারতের সীমানার অংশে থাকা মরদেহ অর্ধগলিত অবস্থায় তারা ১৭ নভেম্বর উদ্ধার করে। ভারতের আইন অনুযায়ী ময়নাতদন্তের পর আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ ফেরত দেওয়া হয়।

মেজবাহর লাশ হস্তান্তরের সময় তাঁর স্ত্রী মরিয়ম আক্তার ও তাঁদের সন্তানেরা এবং বোন পারুলসহ পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ও স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন উপস্থিত ছিলেন। 

মেজবাহর স্ত্রী মরিয়ম আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামীর মরদেহ চেনার উপায় নেই। মরদেহ পচে গেছে। তিনি বাংলাদেশ ও ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। মরিয়ম আক্তার বলেন, ‘বিএসএফ আমার স্বামীকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে বিনা অপরাধে হত্যা করেছে।’ 

স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন জানান, গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ মেজবাহ উদ্দিন বাঁশপদুয়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় ধান কাটতে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। 

ভারতের বিলোনিয়া থানার পুলিশ পরিদর্শক পরিতোষ দাস বলেন, ‘মেজবাহ উদ্দিনের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো ময়নাতদন্ত প্রতিবেদন আসেনি, পেলে বাংলাদেশের পুলিশকে দেওয়া হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা