হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল নির্মাণ ইস্যুতে আলোচনায় বসবে রেল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল নির্মাণ স্থগিতের অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতারা চিঠি দেওয়ার পর নতুন করে আলোচনায় বসবে রেল মন্ত্রণালয়। সামনে মন্ত্রণালয়ের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

রেলপথ সচিব হুমায়ুন কবীর বলেন, ‘চট্টগ্রামের শীর্ষ নেতারা রেলমন্ত্রীকে সিআরবিতে হাসপাতাল নির্মাণে স্থগিতের অনুরোধ জানিয়েছেন। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে সামনে মন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বলা যাবে, সিআরবিতে হাসপাতাল হবে কি-না।’ 

এর আগে গত মঙ্গলবার রেলমন্ত্রী মো. নুরুল ইসলামের সঙ্গে দেখা করে এই বিষয়ে চিঠি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চিঠিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, হুইপ সামসুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহফুজুর রহমান, মোছলেম উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, খাদিজাতুল আনোয়ার সনির সাক্ষরও রয়েছে। 

চিঠিতে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন ও সর্বস্তরের মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিআরবিতে স্থাপন না করে রেলের অন্য জায়গায় নির্মাণের উদ্যোগ গ্রহণের বিষয়টি দ্রুত বাস্তবায়নেরও অনুরোধ জানানো হয়। 

সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই চট্টগ্রামের বিশিষ্টজনেরা এ বিষয়ে সরব হন। ‘নাগরিক সমাজ–চট্টগ্রাম’ এর ব্যানারে তাঁরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। এর প্রেক্ষিতে ঐতিহাসিক সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় হাসপাতাল নির্মাণ প্রকল্পটি সীতাকুণ্ডের কুমিরায় স্থানান্তরের বিষয়টি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়। চিঠিতে সে কারণে রেলমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়। 

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার