জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 'রংতুলিতে বঙ্গবন্ধু' শিরোনামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি আজ বিকেল ৪টায় পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ আয়োজন হয়। রয়েল ইলেকট্রিক পটিয়ার সহযোগিতায় এ আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় ও নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিংশ শতাব্দীর এক মহান নেতা বঙ্গবন্ধু। তাঁর স্বপ্ন, দর্শন, আদর্শ ও প্রাপ্তি ছড়িয়ে রয়েছে বাংলার আকাশে-বাতাসে, মানুষের মননে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি এক জাগ্রত ইতিহাস। একটি স্বাধীন জাতিসত্তার অপরিমেয় অহংকার, বর্ণিল ঐশ্বর্য। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই মালায় গাঁথা। তাই বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু সব মানুষের। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা সবার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দে, নাট্যকার ও গবেষক আহম্মেদ কবির, পটিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ, রয়েল ইলেকট্রিক পটিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া সংগঠক নুরুল হাসান সেলিম, টিআইবি-সনাক পটিয়ার স্বজন সদস্য সুকমল দে, চারুরং এর পরিচালক চিত্র শিল্পী হামেদ হাসান, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সদস্য জয় শীল, অপু দে, তিনা পালিত একা, আদিত্য রয়, লাবলু রয় প্রমুখ।