চট্টগ্রামের মিরসরাইয়ে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনিয়া প্রকাশ আমবাড়ীয়া এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিন বিকেলে গৃহবধূর স্বামী তাজুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে গৃহবধূর পরিবারের দাবি, যৌতুকের জন্য তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ির লোকজন। এদিকে শ্বশুর বাড়ির থেকে বলছে সাদিয়া আত্মহত্যা করেছেন। গৃহবধূর সাদিয়ার বাবা থানায় অভিযোগ দিলে তাজুলকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
জানা গেছে, চার বছর আগে ওই ওয়ার্ডের আমবাড়ীয়া এলাকার তাজুলের সঙ্গে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজীপাড়ার মো. খানসাবের মেয়ে সাদিয়ায় বিয়ে হয়। বিয়ের ৪ মাস পর স্বামী তাজুল ইসলাম ওমানে চলে যান। ১৫ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। এর পর থেকে তাঁকে টাকার জন্য নির্যাতন করতেন।
সাদিয়ার মামি মর্জিনা আক্তার বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে সাদিয়া তাঁর মাকে কল দিয়ে বলেন, ‘আজকের মধ্যে ৯০ হাজার টাকা না দিলে আমাকে মেরে ফেলবে।’ এ সময় সাদিয়ার মা বলেন ধার করে বুধবারের মধ্যে টাকা নিয়ে যাবেন।’
মর্জিনা আরও বলেন, ‘দুপুরে খবর পাই সাদিয়া আত্মহত্যা করেছে। তাঁর শ্বশুর বাড়ি গিয়ে দেখি খাটের ওপরে মোড়া দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। এক পায়ের হাঁটু বাঁকা অবস্থায় ছিল। তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এই ঘটনায় স্বামী তাজুলকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। এ ছাড়াও আত্মহত্যার প্ররোচনায় পরিবারের পক্ষ থেকে মামলা করেছে।