হোম > সারা দেশ > কুমিল্লা

চান্দিনায় শিশু ধর্ষণ মামলায় দোকানি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নানকে (৬০) নামের এক দোকানিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে কুমিল্লার পদুয়ার বাজার বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের কুমিল্লার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, র‍্যাবের একটি বিশেষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালায়। এ সময় কুমিল্লার পদুয়ার বাজার বাস টার্মিনাল এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দিনার আলিকামোড়া গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার আব্দুল মান্নানের বরাত দিয়ে র‍্যাবের অধিনায়ক জানান, গত ৩ মার্চ দুপুরে শিশুটি আব্দুল মান্নানের দোকানে যায়। তখন আশপাশে কোনো লোকজন না থাকার সুযোগে চকলেটসহ বিভিন্ন জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করেন তিনি। শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনা জানায়। পরে তার মা বাদী হয়ে গত ৮ মার্চ চান্দিনা থানায় ধর্ষণের মামলা করেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল