হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মিথ্যা ঘোষণায় চীন থেকে এসব সিগারেট আমদানি করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর ইয়ার্ডে কন্টেইনার দুটি খোলে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, দুই কন্টেইনার সিগারেটের আমদানিকারক প্রতিষ্ঠান কুমিল্লা ইপিজেডের একটি কারখানা। বাংলাদেশ টেক্সটাইল ফাইবার অ্যান্ড ফেব্রিকস লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটি কারখানার জন্য সুতা আনার ঘোষণা দিয়ে এসব সিগারেট আমদানি করে। এর মধ্যে আছে মণ্ড, ইজি, ডানহিলসহ আমদানি নিষিদ্ধ একাধিক ব্রান্ডের সিগারেট।

রেজাউল করিম আরও বলেন, কন্টেইনারগুলো বন্দরে আসার পর আমাদের সন্দেহ হয়। বুধবার রাতে আমরা বন্দর ইয়ার্ডে কন্টেইনার দুটি শনাক্ত করি। এরপর খালাস প্রক্রিয়া থামিয়ে দিয়ে, আমরা বৃহস্পতিবার কন্টেইনার দুটি পরীক্ষা করি। কন্টেইনার খোলার পর সুতার বদলে সিগারেট দেখতে পাই আমরা। বাজারে এসব সিগারেটের চাহিদা আছে। তাই বারবার মিথ্যা ঘোষণায় এ ধরনের পণ্য আনার চেষ্টা করে অসাধু আমদানিকারকরা।

গত এক বছরে এ ধরনের অন্তত পাঁচটি চালান আটক হয়েছে। এখন কৌশল পাল্টে নানা কায়দায় আমদানি করার চেষ্টা করছে তারা। যার সঙ্গে কিছু সিঅ্যান্ডএফ এজেন্টসও জড়িত।

মেঘনায় মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৭

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪