হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মো. হাসান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে বাড়িতে থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে হাসানকে তাঁর ঘরে ঢুকে দুর্বৃত্তরা মারধর করে। পরে তাঁকে তুলে নিয়ে পাশের গ্রাম পলোয়ানপাড়ায় নিয়ে ফেলে রাখে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁর স্ত্রী ঝিনু আক্তারসহ স্থানীয়রা লোকজন হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন তালুকদার যুবলীগ কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. বজল আহমেদের ছেলে। তাঁর পৈতৃক বাড়ি বোয়ালখালীতে। তবে তিনি তাঁর মামার বাড়ি রাউজানের নোয়াপাড়ায় থাকতেন। হাসানের মামা মৃত আহমেদ হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

হাসানের স্ত্রী ঝিনু আক্তারের মোবাইল ফোনে কল দেওয়া হলে নিহতের শাশুড়ি পরিচয়ে এক নারী কথা বলেন। এ সময় তিনি জানান, সন্ত্রাসীরা গতকাল বিকেলে ঘরে ঢুকে খাটের নিচ থেকে হাসানকে বের করে মারতে মারতে নিয়ে যায়। এই সময় বাড়িতে নারীরা থাকায় তাঁরা তাঁদের কাউকে চিনতে পারেননি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসান রাউজান উপজেলা যুবলীগের সদস্য এবং স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দরের একান্ত সহযোগী ছিলেন। তিনি অপরাধ কর্মকাণ্ডের একটি বাহিনীর প্রধান ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় হাসান সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকা'কে বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

আরও খবর পড়ুন:

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল