হোম > সারা দেশ > কক্সবাজার

১৫ ডিসেম্বর কক্সবাজার রান, অংশ নেবেন ৬০০ নারী-পুরুষ

আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কক্সবাজার রান ২০২৩'।  

বেসরকারি সংস্থা 'বেটার টুগেদার বাংলাদেশ' এর আয়োজনে ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড় ইভেন্টটিতে ৬০০ জন অংশ নেবেন । ইভেন্ট শুরু হবে ভোর ৬টায় লাবনী বিচ পয়েন্ট থেকে।

বেটার টুগেদার বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাপনী অনুষ্ঠানটি ওপেন বিচ স্টেজে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও নারী অংশগ্রহণকারীরা ইভেন্টে থাকবেন।

বেটার টুগেদার বাংলাদেশের উপদেষ্টা এবং ডোরফ্রেম কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ দিদার বলেন, 'এই ধরনের উদ্যোগ তরুণদের শক্তিকে ইতিবাচক প্রচেষ্টার দিকে ধাবিত করবে। স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করতে এবং শৃঙ্খলা ও দলগত কাজের মূল্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া, এই ইভেন্টের মাধ্যমে পর্যটকরা আকৃষ্ট হবে এবং কক্সবাজারের সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য অন্বেষণ করার সুযোগ পাবে।'

বেটার টুগেদার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রোহান আল ফারুক বলেন, 'এই ইভেন্টের সাফল্য শুধু দৌড়ের মধ্যেই নয়, এটি আর্থ-সামাজিক প্রবৃদ্ধির জন্য একটি অনুঘটক হয়ে ওঠার সম্ভাবনা ও ক্ষমতায়ন। যুবসমাজ এবং পর্যটনের জন্য দ্বার উন্মোচন করবে যা এই অঞ্চলের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।'

দ্য ডেইলি স্টার এবং সার্জ বাংলাদেশের সহযোগিতায় কক্সবাজার রান ২০২৩-এ ইভেন্ট পার্টনার ডোরফ্রেম কমিউনিকেশন; আয়োজন সহযোগী কসবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ), কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার জেলা পুলিশ।

অনুষ্ঠানটির অফিসিয়াল মিডিয়া পার্টনার সময় টিভি, আজকের পত্রিকা ও টিটিএন।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়