হোম > সারা দেশ > চট্টগ্রাম

সস্ত্রীক হেলিকপ্টারে এসে মনোনয়নপত্র জমা দিলেন রহিম উল্লাহ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনয়নপত্র জমা দিতে হেলিকপ্টারে সোনাগাজী ফিরেছেন সাবেক এমপি রহিম উল্লাহ ও তাঁর সহধর্মিণী পারভিন আক্তার। আজ সোমবার বিকেল ৩টায় সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁদের হেলিকপ্টার অবতারণ করে। বিপুলসংখ্যক সমর্থক তাঁদের ফুল দিয়ে অভিবাদন জানান। পরে তাঁরা মিছিল নিয়ে তাঁদের বাসভবন সালমা গার্ডেন হাউজে যান।

আবু ইউছুপ স্বপন জানান, তাঁরা দুজনই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। আজ সোমবার সকালে তাদের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দুটি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের ব্যক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল ও সাবেক সাংসদের শ্বশুর আবুল খায়ের মাস্টার।

বিএনপি সহ ৩৬ দলের সপ্তম দফা ডাকা অবরোধের কারণে তিনি আকাশ পথে ঢাকা থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে যান। আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার তাঁরা দুজনেই মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান।

হাজী রহিম উল্লাহ বলেন, ‘যারা দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন তাঁরা ইচ্ছে করলে ভোট করতে পারবে বলে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনুমতি দিয়েছেন। সুতরাং আমি বিদ্রোহী নয় স্বতন্ত্র, আমার অতীতের উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে জনগণ আশা করি আমাকে নির্বাচিত করবেন।’

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাজী রহিম উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট প্রার্থী রিন্টু আনোয়ারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার স্বামী-স্ত্রী দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটের মাঠে নামেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে রোববার বায়রার সভাপতি আবুল বাশারের নাম ঘোষণা করা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১