হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সরকারি কলেজে কর্মসূচি পালন করতে গিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। এতে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। আজ রোববার নগরীর চকবাজারে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের নেতা রিদুয়ান রিদুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ক্যাম্পাসে ঢুকে সদস্য ফরম বিতরণ শুরু করে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজন বাধা দিলে ছাত্রদলের নেতারা তাঁদের দিকে তেড়ে আসেন। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিরোধ করলে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির পর ছাত্রদলের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সব সময় ভালো সম্পর্ক ছিল। এ সম্পর্ক আছে এবং থাকবে। তাঁদের সঙ্গে আমাদের কিছু হয়নি। মূলত আমাদের কয়েকজন কর্মী ক্লাস করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে শিবিরের সভাপতি-সেক্রেটারি তাঁদের ওপর হামলা করে। আমাদের কেউ সেখানে ফরম বিতরণ করতে যায়নি।’

মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হামিম আব্দুল্লাহ বলেন, ‘তীব্র ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাঁরা বের হতে বাধ্য হয়েছেন।’

ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘চট্টগ্রাম কলেজে আমাদের কোনো কমিটি নেই। এখানে মূলত শিবিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।’

উল্লেখ, গত ১ অক্টোবর থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি, সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প