হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সরকারি কলেজে কর্মসূচি পালন করতে গিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। এতে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। আজ রোববার নগরীর চকবাজারে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের নেতা রিদুয়ান রিদুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ক্যাম্পাসে ঢুকে সদস্য ফরম বিতরণ শুরু করে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজন বাধা দিলে ছাত্রদলের নেতারা তাঁদের দিকে তেড়ে আসেন। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিরোধ করলে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির পর ছাত্রদলের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সব সময় ভালো সম্পর্ক ছিল। এ সম্পর্ক আছে এবং থাকবে। তাঁদের সঙ্গে আমাদের কিছু হয়নি। মূলত আমাদের কয়েকজন কর্মী ক্লাস করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে শিবিরের সভাপতি-সেক্রেটারি তাঁদের ওপর হামলা করে। আমাদের কেউ সেখানে ফরম বিতরণ করতে যায়নি।’

মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হামিম আব্দুল্লাহ বলেন, ‘তীব্র ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাঁরা বের হতে বাধ্য হয়েছেন।’

ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘চট্টগ্রাম কলেজে আমাদের কোনো কমিটি নেই। এখানে মূলত শিবিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।’

উল্লেখ, গত ১ অক্টোবর থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি, সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়