হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সরকারি কলেজে কর্মসূচি পালন করতে গিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। এতে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। আজ রোববার নগরীর চকবাজারে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের নেতা রিদুয়ান রিদুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ক্যাম্পাসে ঢুকে সদস্য ফরম বিতরণ শুরু করে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজন বাধা দিলে ছাত্রদলের নেতারা তাঁদের দিকে তেড়ে আসেন। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিরোধ করলে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির পর ছাত্রদলের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সব সময় ভালো সম্পর্ক ছিল। এ সম্পর্ক আছে এবং থাকবে। তাঁদের সঙ্গে আমাদের কিছু হয়নি। মূলত আমাদের কয়েকজন কর্মী ক্লাস করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে শিবিরের সভাপতি-সেক্রেটারি তাঁদের ওপর হামলা করে। আমাদের কেউ সেখানে ফরম বিতরণ করতে যায়নি।’

মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হামিম আব্দুল্লাহ বলেন, ‘তীব্র ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাঁরা বের হতে বাধ্য হয়েছেন।’

ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘চট্টগ্রাম কলেজে আমাদের কোনো কমিটি নেই। এখানে মূলত শিবিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।’

উল্লেখ, গত ১ অক্টোবর থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি, সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের