হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রতিবন্ধী পরিবারকে টিউবওয়েল উপহার দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রতিবন্ধী পরিবারকে বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল উপহার দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। আজ বুধবার সকালে প্রতিবন্ধী রফিকের বাড়িতে কারিগরসহ টিউবওয়েলের যাবতীয় সরঞ্জাম দেওয়া ও টিউবওয়েল বসানোর ব্যবস্থা করা হয়।

সম্প্রতি ‘পুকুরের পানি পান করে প্রতিবন্ধী রফিকের পরিবার’ এই শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন ‘গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের’ চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী। ফেসবুক পোস্টের ১০ মিনিট পরই নাম প্রকাশ না করার শর্তে টিউবওয়েল কেনা, বসানো ও যাতায়াতের খরচ হিসাব করে টাকা পাঠান এম মনসুর আলীর বিকাশ নম্বরে। এরপর সেগুলো তিনি আজ ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন।

প্রতিবন্ধী রফিকের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। রফিকের স্ত্রী, এক ছেলে, মা, দুই বোন নিয়ে পরিবারে মোট ছয়জন সদস্য। তাঁরা সবাই প্রতিবন্ধী। টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত রফিকসহ তাঁর পরিবার।

গরিবের বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আলী জানান, রফিক ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে পানির কষ্টে ছিল। আশপাশে বাড়ি থেকে পানি এনে পান করতেন। কেউ নিষেধ করলে রাগ করে পুকুর থেকে পানি এনে পান করতেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক টিউবওয়েলের আর্থিক সহায়তাকারী ওই ব্যক্তি বলেন, ‘পুকুরের পানি পান করে প্রতিবন্ধী রফিকের পরিবার, ফেসবুক পোস্টের শিরোনামটি চোখে পড়তেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মানুষ এত কষ্ট করে! সিদ্ধান্ত নিলাম টিউবওয়েলটি আমিই দেব।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে