হোম > সারা দেশ > চাঁদপুর

ঈদের আগের রাতে নিখোঁজ হাফেজের লাশ মিলল লিফটের গর্তে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৌরসভার মকিমাবাদ মাস্টারপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের লোকজন লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গতকাল রোববার রাতে লিফটের গর্তে লাশটি দেখতে পান ভবনের প্রহরী ছাবের আহাম্মদ। ছাবের আহাম্মদ জানান, নির্মাণাধীন ভবনের মালামাল দেখার জন্য দ্বিতীয় তলায় যান তিনি। এ সময় ভবনের নিচতলা লিফটের ফাঁকা গর্তে টর্চলাইট মারলে লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল বলেন, তাঁর ছেলে ফরিদগঞ্জে তারাবিহ নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরে। শুক্রবার রাতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। ২০১৮ সাল থেকে তারা মকিমাবাদ মাস্টারপাড়ায় ভাড়া বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায়। 

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের মা পেয়ারা বেগম বলেন, কয়েক মাস আগে একটি পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে ঝামেলা হয়। তখন তাকে মারধর করতে করতে বাসা পর্যন্ত গিয়েছে ওই কিশোরেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ। ওসি বলেন, কাউসারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে