হোম > সারা দেশ > চাঁদপুর

ঈদের আগের রাতে নিখোঁজ হাফেজের লাশ মিলল লিফটের গর্তে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৌরসভার মকিমাবাদ মাস্টারপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের লোকজন লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গতকাল রোববার রাতে লিফটের গর্তে লাশটি দেখতে পান ভবনের প্রহরী ছাবের আহাম্মদ। ছাবের আহাম্মদ জানান, নির্মাণাধীন ভবনের মালামাল দেখার জন্য দ্বিতীয় তলায় যান তিনি। এ সময় ভবনের নিচতলা লিফটের ফাঁকা গর্তে টর্চলাইট মারলে লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল বলেন, তাঁর ছেলে ফরিদগঞ্জে তারাবিহ নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরে। শুক্রবার রাতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। ২০১৮ সাল থেকে তারা মকিমাবাদ মাস্টারপাড়ায় ভাড়া বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায়। 

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের মা পেয়ারা বেগম বলেন, কয়েক মাস আগে একটি পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে ঝামেলা হয়। তখন তাকে মারধর করতে করতে বাসা পর্যন্ত গিয়েছে ওই কিশোরেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ। ওসি বলেন, কাউসারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার