হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঋতুপর্ণা ও রূপনার পরিবারকে দেড় লাখ টাকা করে দিল রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি

সাফ চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার ঋতুপর্ণা ও গোলরক্ষক রূপনা চাকমার পরিবারের হাতে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা পুরস্কার তুলে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে ঋতুপর্ণা ও রূপনার বাড়িতে গিয়ে তাঁদের মায়েদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় তাঁদের বাড়ির যাতায়াতের রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা প্রশাসক মিজানুর রহমান প্রথমে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বুয়ো আদামে রূপনাদের বাড়িতে যান। পরে সেখান থেকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে ঋতুপর্ণাদের বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জেতে গোলাম রব্বানী ছোটনের দল। স্বপ্নের ফাইনালে প্রথম গোলটি শামসুন্নাহার জুনিয়রের। পরের দুই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান কৃষ্ণা রানী সরকার।

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন