হোম > সারা দেশ > কক্সবাজার

এনজিওতে চাকরির আড়ালে অস্ত্রের ব্যবসা, যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরির আড়ালে অস্ত্র সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় তৈরি আগ্নেয়াস্ত্র এনে রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে সরবরাহ করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। 

গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীসংলগ্ন ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম—মো. আরিফ উল্লাহ। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা। 

আরিফ বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মী হিসেবে উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মহেশখালী থেকে অস্ত্রের চালান আসার খবর পেয়ে ৬ নম্বর জেটিতে পুলিশের একটি দল অবস্থান নেয়। সোমবার সন্ধ্যায় কাঁধে ব্যাগ বহন করা সন্দেহজন এক যুবককে ঘিরে ফেলা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ উল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে দুটি বন্দুক জব্দ করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরির আড়ালে ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্রের চালান জোগান দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। এর আগে বেশ কয়েকটি অস্ত্রের চালান রোহিঙ্গা সন্ত্রাসীদের সরবরাহ করেছেন তিনি।’ 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আরিফ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার