হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে কথা-কাটাকাটি জের ধরে দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ৩টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতেরা হলেন, দক্ষিণ জলদি এলাকার রঙ্গিয়াগুনা গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ খালেক (৩২)। খালেক উপজেলা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার আট বছর ও চার বছর বয়সের দুটি মেয়ে সন্তান রয়েছে। একই গ্রামের কামাল হোসেনের ছেলে টিপু (২৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। যেটা কিছুক্ষণ পর শেষ হয়ে যায়। পরে আবারও দুপক্ষের মধ্যে বাড়ির পাশেই মনছুরিয়া বাজার এলাকায় তর্কাতর্কি হয়। এ সময় দুপক্ষই বিবাদে জড়ায় এবং ধারালো অস্ত্রসহ সংঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে খালেক নিহত হন। এ ঘটনায় দুপক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন। হতাহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মঞ্জুর আলম (৪০) ও বাহাদূর (৩২) এবং অপর পক্ষের টিপু (২৫) ও কামাল হোসেন (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টিপু মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য