হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় চুরির অপবাদে এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক সাজ্জাদ হোসেন (২১)। কক্সবাজার পৌরসভার মধ্যম কলাতলী এলাকার মোহাম্মদ আলমের ছেলে।

সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন জানান, গতকাল শুক্রবার বেলা ২টার দিকে সৈকতপাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা সাজ্জাদকে ঘর থেকে তুলে নিয়ে যান। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর নির্যাতন করেন। পরে রাতে তাঁকে ছাড়িয়ে আনতে স্বজনেরা যোগযোগ করলে এক লাখ টাকা দাবি করা হয়। ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং বলে তাঁর স্বামীকে মর্গে রাখা হয়েছে।

সাজ্জাদের মা সাহেরা খাতুন বলেন, কোনো দোষ ছাড়াই তাঁর ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁকে ছাড়িয়ে আনতে গেলে নূর আহমেদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ছেলে গরু চুরি করেছে অপবাদ দেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের