হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির দুই কর্মকর্তাকে মারধর, ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের মামলার আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান চালান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সর্বশেষ রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ৪৩৫ নম্বর কক্ষটি সিলগালা করে দেওয়া হয়। মামলায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সি আবাসিক হলের ওই কক্ষে থাকতেন বলে জানা গেছে। 

গত ২৮ আগস্ট ছাত্রলীগের ওই নেতার (রাজু মুন্সি) বিরুদ্ধে চাঁদা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাককে মারধর করার অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিন রাতে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী প্রধান নিরাপত্তা কর্মকর্তা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু মুন্সি যেসব জায়গায় থাকে, আমরা সেসব জায়গায় অভিযান চালাচ্ছি। প্রক্টরিয়াল বডির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে হলে অভিযান চালিয়েছি। তাকে না পেয়ে তার কক্ষটি আমরা সিলগালা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে তাকে যত দ্রুত গ্রেপ্তার করা যায় সেই ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশ তৎপর।’ 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয়, আমরা তা করছি।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে