হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির দুই কর্মকর্তাকে মারধর, ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের মামলার আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান চালান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সর্বশেষ রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ৪৩৫ নম্বর কক্ষটি সিলগালা করে দেওয়া হয়। মামলায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সি আবাসিক হলের ওই কক্ষে থাকতেন বলে জানা গেছে। 

গত ২৮ আগস্ট ছাত্রলীগের ওই নেতার (রাজু মুন্সি) বিরুদ্ধে চাঁদা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাককে মারধর করার অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিন রাতে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী প্রধান নিরাপত্তা কর্মকর্তা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু মুন্সি যেসব জায়গায় থাকে, আমরা সেসব জায়গায় অভিযান চালাচ্ছি। প্রক্টরিয়াল বডির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে হলে অভিযান চালিয়েছি। তাকে না পেয়ে তার কক্ষটি আমরা সিলগালা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে তাকে যত দ্রুত গ্রেপ্তার করা যায় সেই ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশ তৎপর।’ 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয়, আমরা তা করছি।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ