হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হলেন প্রবাস ফেরত যুবক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়েছেন মোহন হোসেন (২৪) নামের প্রবাস ফেরত এক যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মোহন হোসেন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। আট দিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি এসেছেন।

স্বজনেরা জানান, গতকাল বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন মোহন। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জমিতে তাঁর লাশ পাওয়া যায়।

মোহনের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, মাছ ধরতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। রাত সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ি পাশের একটি ধান খেতে তাঁর লাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে মোহনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের ধারণা, পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা