হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হলেন প্রবাস ফেরত যুবক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়েছেন মোহন হোসেন (২৪) নামের প্রবাস ফেরত এক যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মোহন হোসেন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। আট দিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি এসেছেন।

স্বজনেরা জানান, গতকাল বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন মোহন। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জমিতে তাঁর লাশ পাওয়া যায়।

মোহনের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, মাছ ধরতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। রাত সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ি পাশের একটি ধান খেতে তাঁর লাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে মোহনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের ধারণা, পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ