হোম > সারা দেশ > চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসনের বাজেট নিয়ে চসিক মেয়রের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’

‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’

চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।

ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’

ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই