হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া সন্ত্রাসী মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া এবং অস্ত্র, ডাকাতিসহ সাত মামলার আসামি সন্ত্রাসী মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালামের কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজান নগরের বায়েজিদে ওয়াজেদিয়া এলাকার আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭-এর মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়া ঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে টয়লেটের ওপর বাঁশের একটি মাচা থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি টিপ ছুরি জব্দ করা হয়।

শরীফ-উল-আলম আরও বলেন, মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে। তাঁর অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালীন হওয়া নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় করা মামলায় বলা হয়, তিনি সরাসরি নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

র‍্যাব জানায়, মিজানকে গ্রেপ্তারের পর তাঁকে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার