হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া সন্ত্রাসী মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া এবং অস্ত্র, ডাকাতিসহ সাত মামলার আসামি সন্ত্রাসী মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালামের কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজান নগরের বায়েজিদে ওয়াজেদিয়া এলাকার আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭-এর মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়া ঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে টয়লেটের ওপর বাঁশের একটি মাচা থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি টিপ ছুরি জব্দ করা হয়।

শরীফ-উল-আলম আরও বলেন, মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে। তাঁর অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালীন হওয়া নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় করা মামলায় বলা হয়, তিনি সরাসরি নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

র‍্যাব জানায়, মিজানকে গ্রেপ্তারের পর তাঁকে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু