হোম > সারা দেশ > চট্টগ্রাম

জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন। গতকাল শুক্রবার নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।

গত ১৯ এপ্রিল রাতে ইফতার মাহফিল উপলক্ষে দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন সহ কয়েকজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জমির উদ্দিনসহ ৩ যুবলীগ নেতা। ঘটনার দুই দিন পর ১৪ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে জমির উদ্দিন দাবি করেন, মামলার বিবাদীদের গুম অথবা খুন করে তার দায়ভার চাপিয়ে দেওয়া  হতে পারে তাঁদের ওপর। 

জমির উদ্দিন বলেন, ‘যারা আমাদের হামলা করেছে তাঁদের আমরা আইনি ভাবে মোকাবিলা করব, কারও ওপর হামলা করা আমাদের উদ্দেশ্য নয় ৷ আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাদের ওপর হামলা হয়েছে ৷ এখন কেউ যদি নিজের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিত ভাবে কোনো  ঘটনা সাজায় তার দায়ভার আমাদের নয় ৷’ 

জমির উদ্দিন আরও বলেন, ‘ঈদের পর আমরা রাজনৈতিক কর্মসূচি দেব। প্রশাসনের প্রতি অনুরোধ কারও অনৈতিক প্রস্তাবে প্ররোচিত না হয়ে প্রকৃত দোষীদের যেন আইনের আওতায় যেন আনা হয়।’ 

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মো. ওবায়দুল, সুজন বড়ুয়া প্রমুখ ৷

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে