হোম > সারা দেশ > চট্টগ্রাম

জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন। গতকাল শুক্রবার নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।

গত ১৯ এপ্রিল রাতে ইফতার মাহফিল উপলক্ষে দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন সহ কয়েকজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জমির উদ্দিনসহ ৩ যুবলীগ নেতা। ঘটনার দুই দিন পর ১৪ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে জমির উদ্দিন দাবি করেন, মামলার বিবাদীদের গুম অথবা খুন করে তার দায়ভার চাপিয়ে দেওয়া  হতে পারে তাঁদের ওপর। 

জমির উদ্দিন বলেন, ‘যারা আমাদের হামলা করেছে তাঁদের আমরা আইনি ভাবে মোকাবিলা করব, কারও ওপর হামলা করা আমাদের উদ্দেশ্য নয় ৷ আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাদের ওপর হামলা হয়েছে ৷ এখন কেউ যদি নিজের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিত ভাবে কোনো  ঘটনা সাজায় তার দায়ভার আমাদের নয় ৷’ 

জমির উদ্দিন আরও বলেন, ‘ঈদের পর আমরা রাজনৈতিক কর্মসূচি দেব। প্রশাসনের প্রতি অনুরোধ কারও অনৈতিক প্রস্তাবে প্ররোচিত না হয়ে প্রকৃত দোষীদের যেন আইনের আওতায় যেন আনা হয়।’ 

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মো. ওবায়দুল, সুজন বড়ুয়া প্রমুখ ৷

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল