হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

রাঙামাটির কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে আজ রোববার রাঙামাটির কাপ্তাইয়ে আন্তস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে চার দল এবং কলেজ পর্যায়ে দুই দল অংশ নেয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় এবং রানারআপ হয় কাপ্তাই উচ্চবিদ্যালয়।

কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী সরকারি কলেজ এবং রানারআপ হয় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মণ।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ