হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

রাঙামাটির কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে আজ রোববার রাঙামাটির কাপ্তাইয়ে আন্তস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে চার দল এবং কলেজ পর্যায়ে দুই দল অংশ নেয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় এবং রানারআপ হয় কাপ্তাই উচ্চবিদ্যালয়।

কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী সরকারি কলেজ এবং রানারআপ হয় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মণ।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি