হোম > সারা দেশ > চট্টগ্রাম

হরতাল-অবরোধে পর্যটক নেই কাপ্তাইয়ে, দুর্দশায় বোটমালিক ও চালকেরা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই লেক পর্যটকদের কাছে সব সময়ই আকর্ষণীয়। কাপ্তাই লেকের স্বচ্ছ জল, আশপাশের পাহাড়-টিলা এবং বিলাইছড়ি উপজেলার ঝরনা-পাহাড়ের সৌন্দর্য উপভোগ  করতে সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকের চাপ থাকে বেশি। তবে চলমান হরতাল ও অবরোধে আশঙ্কাজনক হারে পর্যটক কমেছে এই  নৌ রুটে। এতে বিপাকে পড়েছেন এই রুটের ওপর নির্ভরশীল বোটমালিক ও‍ চালকেরা।  

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই জেটিঘাট পন্টুনে গিয়ে দেখা যায়, প্রায় যাত্রীশূন্য ব্যস্ততম এই ঘাট। শুধু চার-পাঁচজন যাত্রী অপেক্ষমাণ একটি বোটে বসে আছেন বিলাইছড়ি যাওয়ার জন্য। কথা বলে জানা যায়, তাঁরা সবা স্থানীয় অধিবাসী।  

এ সময় পন্টুনে কথা হয় বোটচালক নুরুল আমিন ও নুর আহমেদের সঙ্গে। তাঁরা বলেন, সারা বছর পর্যটক আসেন এই রুটে। অনেকেই কাপ্তাই লেক ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, আবার অনেকেই বিলাইছড়ি উপজেলার ঝরনা ও পাহাড় দেখতে যান। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধে পর্যটক নেই বললেই চলে। যেখানে বোটচালকেরা প্রতিদিন গড়ে ৫০০-১০০০ টাকা আয় করতেন, এখন বেকার বসে আছেন। কেউ তাঁদের এই দুর্দশার খোঁজও রাখে না। 

বোটমালিক রিপন মিয়া বলেন, ‘আমার  তিনটি নৌকা প্রতিদিন পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকত। প্রতিটি বোট থেকে গড়ে ১ হাজার টাকা আয় হতো। এখন ঘাঁটে বোট আছে, কিন্তু পর্যটক নেই।’

বোটমালিক মো. জাহাঙ্গীর বলেন, ‘আমার দুটি বোটের চালকেরা পর্যটক কম থাকায় বেকার হয়ে বসে আছে। কী করব বুঝতে পারছি না।’

জেটিঘাট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল চন্দ্র সরকার বলেন, ‘হরতাল-অবরোধ না থাকলে প্রতিদিন গড়ে ৫০০ পর্যটক এই নৌরুটে চলাচল করতেন। বেশ জমজমাট ছিল এই নৌরুট। কিন্তু গত এক মাস ধরে আমরা সবাই মানবেতর জীবন যাপন করছি।’

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ