হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেল চলাচল নীতিমালা সংশোধন ও বাইকার বান্ধব করার দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৪ সংশোধন ও বাইকার বান্ধব নীতিমালা প্রণয়নসহ ৯ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে বাইকাররা। পরে তাঁদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসককে স্মারক লিপি দেন। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৪ এ আইন করা হয়েছে হাইওয়েতে মোটরসাইকেলের গতিবিধি ঘণ্টায় ৫০ কিলোমিটার ও শহরে ৩০ কিলোমিটার। কিন্তু আমরা যদি এ গতিবিধি মেনে প্রধান সড়কে মোটরসাইকেল চালায় তাহলে অন্যান্য গাড়ির গতির কারণে আমরা দুর্ঘটনার শিকার হতে পারি। 

বাইকাররা জানান, অন্যান্য বৈধ যানের মতো মোটরসাইকেলে আমরা ট্যাক্স দিয়ে চালাই, তাহলে আমাদের সঙ্গে বৈষম্য কেন। রাজপথে সমাধিকার প্রতিষ্ঠা করা। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মোটরসাইকেলের গতিরোধ না করা। ৩০ শহরে ও হাইওয়েতে ৫০ কিলোমিটার গতি বেধে দেওয়ায় বাইকারদের জীবন ঝুঁকি সৃষ্টি হয়েছে। একই সড়কে আলাদা গতির বাহন, মারাত্মক ঝুঁকি ও বিপদের কারণ হবে। একই লেনে আলাদা আলাদা গতি, দেশ ও অর্থনীতির জন্য ক্ষতি। অবৈজ্ঞানিক নিয়ম নীতি বাইকারদের ওপর চাপানো হচ্ছে। 

তাঁরা দাবি তোলেন, প্রয়োজনে বাইকাররা ট্রাফিক রুলস ভঙ্গ করলে তাদের জরিমানার ব্যবস্থা করা হোক। হেলমেট ছাড়া তেল যেন কেউ না নিতে পারে এই আইন বাস্তবায়ন করা হোক।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু