হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষকের মার খেয়ে হাসপাতালে শিক্ষার্থী! 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষকের মারধরে আহত হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) শিক্ষার্থী। আজ রোববার দুপুরে বিদ্যালয়ে এই মারধরের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় অভিযুক্ত গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. সাইফ হোসাইন। আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন। 

এদিকে এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আহত শিক্ষার্থী সাইদুল হক বলেছে, ‘ক্লাস চলাকালীন অমনোযোগী থাকার অজুহাতে সাইফ হোসাইন স্যার আমাকে বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এতে পিঠে জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘পাঠ চলাকালীন শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে সাইদুল হক উচ্চ স্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিল। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ বড় বড় করে তাকিয়ে জানায়, ‘‘আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা।’’ তাই তাকে মেরেছি।’ 

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ