হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষকের মার খেয়ে হাসপাতালে শিক্ষার্থী! 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষকের মারধরে আহত হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) শিক্ষার্থী। আজ রোববার দুপুরে বিদ্যালয়ে এই মারধরের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় অভিযুক্ত গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. সাইফ হোসাইন। আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন। 

এদিকে এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আহত শিক্ষার্থী সাইদুল হক বলেছে, ‘ক্লাস চলাকালীন অমনোযোগী থাকার অজুহাতে সাইফ হোসাইন স্যার আমাকে বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এতে পিঠে জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘পাঠ চলাকালীন শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে সাইদুল হক উচ্চ স্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিল। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ বড় বড় করে তাকিয়ে জানায়, ‘‘আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা।’’ তাই তাকে মেরেছি।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু