হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজ ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসলিম উদ্দিন (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন জামালপুর সদর থানার বানিয়াবাজার এলাকার মৃত নজরুল নজু শেখের ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নুরুল আমিন বলেন, ‘কারখানার ভারী যন্ত্রপাতি নিয়ে ঢাকামুখী লেনে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল ট্রাকটি। মধ্যরাতে নিজামপুর কলেজ এলাকায় পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারান চালক। পরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ট্রাকটি। এ সময় চালক জীবন বাঁচাতে দরজা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলে ট্রাকের নিচেই চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।’

নুরুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ পাশের বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করলে যানজট কমে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো সম্ভব না হওয়ায় মহাসড়কের ঢাকামুখী লেনে ২০০ মিটার অংশে শুক্রবার সকাল পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল।’ 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, ‘নিজামপুর কলেজের সামনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হবে।’

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪