হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা এলাকার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী জুনায়েদ হোসেন রিফাত উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার কাজী নুরুল কবির পুতুল সওদাগরের ছেলে। তিনি ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রিফাতের সঙ্গে থাকা বন্ধু রাজীব জানান, কয়েকজন বন্ধু মিলে কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশার। এতে রিফাত গুরুতর আহত হন। অন্যরা আহত হলেও আঘাত গুরুতর ছিল না। পথচারীরা রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।’

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের